Amar Sangbad
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪,

রাউজানে অবৈধ ইট ভাটায় অভিযানে জরিমানা

রাউজান প্রতিনিধি

রাউজান প্রতিনিধি

নভেম্বর ২৯, ২০২৩, ০৬:১৯ পিএম


রাউজানে অবৈধ ইট ভাটায় অভিযানে জরিমানা

চট্টগ্রামের রাউজান উপজেলায় অবৈধ ইটভাটা পরিচালনার দায়ে মো. শামীম নামে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৯ নভেম্বর) বিকালে রাউজান উপজেলার পূর্ব রাউজান নামকস্থানে অবস্থিত হযরত জলিল শাহ (রা.) ব্রিক্স (এফ.বি.বি) নামক ইট প্রস্তুতকারী একটি ইট ভাটায় অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার (জেএম শাখা ও ভিপি শাখা) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. এন. জামিউল হিকমা।

এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম ও পুলিশসহ ফায়ার সার্ভিসের কর্মীরা।

রাউজান উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম বলেন, যারা লাইসেন্সবিহীন ইটভাটা পরিচালনা করছে জেলা প্রশাসকের নির্দেশনায় অভিযান চালানো হচ্ছে। এফবিবি ইটভাটায় বৈধ লাইসেন্স না থাকায় এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

এইচআর

Link copied!