Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীরমুক্তিযোদ্ধা সাদুল্ল্যাহ

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

নভেম্বর ৩০, ২০২৩, ০১:০০ পিএম


রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীরমুক্তিযোদ্ধা সাদুল্ল্যাহ

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন লালমনিরহাটের কালীগঞ্জের বীরমুক্তিযোদ্ধা সাদুল্ল্যাহ (৬৯)।

বুধবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার কাকিনা ইউনিয়নের কাকিনা দক্ষিণ গোপাল রায় ওয়াব্দা বাজার এলাকায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি।

বৃহস্পতিবার (৩০) নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাকিনা ইউনিয়নের কাকিনা ওয়াব্দা বাজার ত্রিসীমানা ঈদগাঁহে প্রয়াত বীরমুক্তিযোদ্ধাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সশস্ত্র সালাম ও  জানাযার নামাজ শেষে ওয়াব্দা বাজার উন্মুক্ত কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি, স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনী রেখে গেছেন। বীরমুক্তিযোদ্ধা সাদুল্ল্যাহ উপজেলার কাকিনা ইউনিয়নের দক্ষিণ গোপাল রায় এলাকার বাসিন্দা। মহান স্বাধীনতা সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী এ বীরমুক্তিযোদ্ধার মৃত্যুতে এলাকার মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এআরএস

Link copied!