ফেনী প্রতিনিধি
নভেম্বর ৩০, ২০২৩, ০৩:৪১ পিএম
ফেনী প্রতিনিধি
নভেম্বর ৩০, ২০২৩, ০৩:৪১ পিএম
ফেনীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মহোৎসব করেছে সরকারি দল আওয়ামী লীগের নৌকার প্রার্থীরা।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ উৎসব করেন তারা।
নিজেদের ফরম জমা দিতে পুরো জেলা থেকে দলীয় নেতা-কর্মীদের বিশাল বহর নিয়ে আসার কারণে ফেনী জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্থানীয় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়সহ শহরের বিভিন্ন সড়কে যান ও জন চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়।
ফরম জামা দেওয়ার পরও আওয়ামী লীগ মনোনীত ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসনের নৌকার প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ফেনী-২ (সদর) আসনের নৌকার প্রার্থী নিজাম উদ্দিন হাজারী, ফেনী-৩ দাগনভূঞা-সোনাগাজী আসনের নৌকার প্রার্থী আবুল বাশার বেশ কয়েকজন দলীয় নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার চেয়ারে বসে সাংবাদিকদের ব্রিফিং করেন।
এসময় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে আওয়ামী লীগের হাজার হাজার নেতা-কর্মীর স্লোগানে আশপাশের এলাকা মুখরিত হয়ে যায়।
বিকাল ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলার ৩টি আসনে আওয়ামী লীগ, জাতীয় পাটি, জাসদ ও তৃনমূল বিএনপি এবং আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীসহ ১০ থেকে ১২জন প্রার্থী নিজেদের মনোনয়নপত্র জমা দিয়েছি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এআরএস