Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪,

ফেনীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মহোৎসব

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

নভেম্বর ৩০, ২০২৩, ০৩:৪১ পিএম


ফেনীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মহোৎসব

ফেনীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মহোৎসব করেছে সরকারি দল আওয়ামী লীগের নৌকার প্রার্থীরা।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ উৎসব করেন তারা।

নিজেদের ফরম জমা দিতে পুরো জেলা থেকে দলীয় নেতা-কর্মীদের বিশাল বহর নিয়ে আসার কারণে ফেনী জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্থানীয় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়সহ শহরের বিভিন্ন সড়কে যান ও জন চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়।

ফরম জামা দেওয়ার পরও আওয়ামী লীগ মনোনীত ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসনের নৌকার প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ফেনী-২ (সদর) আসনের নৌকার প্রার্থী নিজাম উদ্দিন হাজারী, ফেনী-৩ দাগনভূঞা-সোনাগাজী আসনের নৌকার প্রার্থী আবুল বাশার বেশ কয়েকজন দলীয় নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার চেয়ারে বসে সাংবাদিকদের ব্রিফিং করেন।

এসময় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে আওয়ামী লীগের হাজার হাজার নেতা-কর্মীর স্লোগানে আশপাশের এলাকা মুখরিত হয়ে যায়।

বিকাল ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলার ৩টি আসনে আওয়ামী লীগ, জাতীয় পাটি, জাসদ ও তৃনমূল বিএনপি এবং আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীসহ ১০ থেকে ১২জন প্রার্থী নিজেদের মনোনয়নপত্র জমা দিয়েছি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এআরএস

Link copied!