Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসে আগুন

কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি

কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি

নভেম্বর ৩০, ২০২৩, ০৩:৪৬ পিএম


ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসে আগুন

গাজীপুরের কাশিমপুরে ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে মহানগরীর কাশিমপুরের জিরানি বাজার এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জিরানি বাজার এলাকায় পলমল ফ্যাক্টুরির সামনে ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এবিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ রাফিউল করিম রাফি বলেন, সকালের দিকে দুর্বৃত্তরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জিরানি বাজার এলাকায় একটি বাসে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। বাসে আগুন দেওয়ার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

এইচআর

Link copied!