Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

সোনারগাঁয়ে দু’পক্ষের সংঘর্ষ, টেটাবিদ্ধসহ আহত ১০

সোনারগাঁ  (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নভেম্বর ৩০, ২০২৩, ০৪:২৯ পিএম


সোনারগাঁয়ে দু’পক্ষের সংঘর্ষ, টেটাবিদ্ধসহ আহত ১০

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নুনেরটেক গ্রামে দুই পক্ষের সংঘর্ষে ৪ জন টেঁটাবিদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন আহতের স্বজনরা।

এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জানান, উপজেলার বারদী ইউনিয়নের নুনেরটেক গ্রামে দীর্ঘদিন ধরে বারদী ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য ওসমান গণি ও ইউপি নির্বাচনে পরাজিত প্রার্থী শুক্কুর মাহমুদের সঙ্গে দ্বন্দ্ব চলছিলো।

বুধবার রাতে নুনেরটেক লালপুরির মেলায় তাদের দুপক্ষের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জের ধরে বৃহস্পতিবার সকালে শুক্কুর মাহমুদের লোকজন পূর্ব পরিকল্পিতভাবে টেঁটা, বল্লম, রামদা, লোহার রড, চাপাতি নিয়ে ওসমান মেম্বারের লোকজনের উপর হামলা চালিয়ে রমিজউদ্দিন, মোসলেউদ্দিন, চাঁন বাদশা, বাহার উদ্দিন, স্বপন মিয়া, মোক্তার, ইউসুফ আলী সহ ৭ জনকে পিটিয়ে টেটাবিদ্ধ করে আহত করে। আহতদের মধ্যে রমিজউদ্দিন, মোসলেউদ্দিন, বাহার উদ্দিন, স্বপন মিয়া টেটাবিদ্ধ হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে মোসলে উদ্দিন ও চাঁন বাদশার অবস্থা আশংকাজনক।

পরে খবর পেয়ে ওসমান মেম্বারের লোকজন একত্রিত হয়ে শুক্কুর মাহামুদের সমর্থকদের উপর হামলা চালিয়ে কামরুল ইসলাম, ওমর আলী, আব্দুল হককে পিটিয়ে আহত করে।

বারদী ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য ওসমান গণি জানান, বুধবার রাতে গ্রামের মেলায় শুক্কুর মাহমুদের লোকজনের সঙ্গে কথাকাটাকাটি হয়। এর জের ধরে শুক্কুর মাহমুদ, সোলায়মান ও সামসুদ্দিনের নেতৃত্বে অর্ধশত লোকজন দেশীয় অস্ত্র টেঁটা, রামদা নিয়ে তাদের লোকজনের ওপর হামলা করে। হামলায় তার পক্ষের সাতজন আহত হয়েছে।

শুক্কুর মাহমুদ জানান, দুপক্ষের হামলার ঘটনা ঘটেছে। তবে তারাই প্রথমে আমার লোকজনের উপর হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে  আহত করেছে।

সোনারগাঁ থানার ওসি মাহবুব আলম বলেন, হামলা ও সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এআরএস

Link copied!