Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

চাঁদপুরে ৪৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

শ্যামল সরকার, চাঁদপুর

শ্যামল সরকার, চাঁদপুর

ডিসেম্বর ১, ২০২৩, ১০:৫৪ এএম


চাঁদপুরে ৪৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাঁদপুরের ৫টি আসনে আ. লীগ মনোনীত প্রার্থীদের সঙ্গে হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থীসহ ৪৩ প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কামরুল হাসান।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্যমতে, চাঁদপুর-১ কচুয়া আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন- বাংলাদেশ আওয়ামী লীগের সেলিম মাহমুদ, প্রার্থী মো. গোলাম হোসেন (স্বতন্ত্র ), জাকের পার্টির মো. মাসউদুল আহসান, বাংলাদেশ কংগ্রেসের মো. জামাল হোসাইন, জাসদের সাইফুল ইসলাম, স্বতন্ত্র মো. শওকত হোসেন মিয়া, জাতীয় পার্টির এ কে এস এম শহিদুল ইসলাম, স্বতন্ত্র মো. রাহাদ চৌধুরী, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মো. সেলিম প্রধানসহ মোট ৯ জন ।

চাঁদপুর-২ মতলব উত্তর দক্ষিণ আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন- বাংলাদেশ আওয়ামী লীগের মোফাজ্জল হোসাইন চৌধুরী, বাংলাদেশ সুপ্রীম পার্টির মো. মনির হোসাইন, জাকের পার্টির ওবায়েদ মোল্লা, জাতীয় পার্টির এমরান হোসেন মোল্লা, জাসদের মো. হাসান আলী সিকদার, এম ইসফাক আহসান (স্বতন্ত্র), বাংলাদেশ মুসলীম লীগের মো. শাহ আলমসহ মোট ৭ জন ।

চাঁদপুর-৩ সদর ও হাইমচর আসনে- বাংলাদেশ আওয়ামী লীগের ডা. দীপু মনি, ড. সামছুল হক ভূঁইয়া (স্বতন্ত্র), জাতীয় পার্টির মো. মহসীন খান, জাকের পার্টির মো. কাওছার মোল্লা, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আবু জাফর মো. মাঈনুদ্দিন, বাংলাদেশ তরিকতের মো. মিজানুর রহমানসহ মোট ৬ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন- জাকের পার্টির নুরুল ইসলাম, জাতীয় পার্টির সাজ্জাদ রশিদ, জালাল আহমেদ (স্বতন্ত্র), বাংলাদেশ আওয়ামী লীগের শফিকুর রহমান, ড. মোহাম্মদ সামছুল হক ভূঁইয়া (স্বতন্ত্র), তৃণমুল বিএনপির মোহাম্মদ সেলিম, ন্যাশনাল পিপলস পার্টির আব্দুল গনি, জাহিদুল ইসলাম (স্বতন্ত্র), বাংলাদেশ তরিকত ফেডারেশন বাকী বিল্লাহ মিশকাত, তৃণমুল বিএনপির আব্দুল কাদির তালুকদার, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন ড. মোহাম্মদ শাহজাহানসহ মোট ১১ জন।

এছাড়া চাঁদপুর-৫ হাজীগঞ্জ ও শাহরাস্তি আসনে- বাংলাদেশ আওয়ামী লীগের রফিকুল ইসলাম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী, গাজী মাঈনুদ্দিন (স্বতন্ত্র), জাকের পার্টির মো. মকবুল আহমেদ, বাংলাদেশ তরিকত ফেডারেশনের বাকী বিল্লাহ মিশকাত, মো. জাকির হোসেন প্রধানিয়া (স্বতন্ত্র), মোহাম্মদ সফিকুল আলম (স্বতন্ত্র), জাসদ মো. মনির হোসেন মজুমদার, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের আক্তার হোসেন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

এদিকে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে চাঁদপুরে জেলায় রিটার্নিং অফিসারের কার্যালয় ও উপজেলা পর্যায়ে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় দিনভর ছিল সরগরম।

এআরএস

Link copied!