Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

মাটিরাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

ডিসেম্বর ৩, ২০২৩, ০১:১৪ পিএম


মাটিরাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন

নগদ অর্থ সহায়তা, ঢেউটিন ও শীতবস্ত্র নিয়ে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের হামিদ আলী পাড়া ৬নং ওয়ার্ড এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জরিনা বেগমের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

রোববার (৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সামনে গত রাত সাড়ে ৯টার দিকে বেলছড়ি ইউনিয়নের হামিদ আলী পাড়া এলাকার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে  নগদ টাকার চেক ও ঢেউটিন তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহমেদ, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারি প্রকৌশলী মো. রুহুল আমিন উপস্থিত ছিলেন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জরিনা বেগম জানান, কিভাবে আগুন লেগেছে আমি বলতে পারবো না। আমার সব শেষ হয়েছে গেছে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী বলেন, বেলছড়ি ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারকে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসকের ত্রাণ তহবিল থেকে  ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ৬ হাজার টাকা, দুইবান ঢেউটিন ও শীতবস্ত্র প্রদান করা হয়েছে।

এআরএস

Link copied!