Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

নওগাঁয় দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন

নওগাঁ প্রতিনিধি

নওগাঁ প্রতিনিধি

ডিসেম্বর ৩, ২০২৩, ০৩:৪৬ পিএম


নওগাঁয় দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন

নওগাঁ-রাজশাহী মহাসড়কের মহাদেবপুর চকগৌরি হাট এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।  শনিবার (২ ডিসেম্বর) দিনগত রাত ১০টার দিকে দেওয়া আগুনে ইঞ্জিনসহ ট্রাকটির সামনের অংশ পুড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

মহাদেবপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, ট্রাকটি হাট চকগৌরি এলাকার একটি সেতুর পাশে দাঁড়িয়ে ছিল। দুর্বৃত্তরা রাত সাড়ে ১০টার দিকে ট্রাকটির সামনের অংশে আগুন ধরিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে মহাদেবপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।

মহাদেবপুর উপজেলার ভিমপুর ইউনিয়নের চেয়ারম্যান রামপ্রসাদ ভদ্র জানান, পুড়ে যাওয়া ট্রাকটির মালিক চকগৌরি এলাকার সাবের আলী নামের এক ব্যক্তি। রাত ১০টার দিকে কে বা কারা আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, এটি নাশকতা না যান্ত্রিক ত্রুটি সেটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এআরএস

Link copied!