Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

সরিষাবাড়ীতে আ.লীগ নেতাকে বহিস্কারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

ডিসেম্বর ৩, ২০২৩, ০৪:৫৭ পিএম


সরিষাবাড়ীতে আ.লীগ নেতাকে বহিস্কারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামকে দলীয় পদ থেকে বহিস্কারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি যমুনা সারকারখানা এলাকায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সকালে মিছিলটি যমুনা সারকারখানা শহীদ মিনার চত্তর থেকে বের হয়ে কারখানার প্রধান গেইট, কান্দারপাড়া হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে বিজয় ভবনের সামনে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়। এ সময় বিভিন্ন গ্রামের প্রায় ৩ হাজার তৃনমুল আওয়ামী লীগের নেতা কর্মী ও সাধারণ মানুষ অংশ নেয়।  

উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজমত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের বহিস্কার নির্দেশিত সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য মঈনুল ইসলাম ময়নাল, যুবলীগের সহ-সভাপতি রইচ উদ্দিন, ট্রাক ও কভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি তোজাম্মেল হক টিটু, বাস মালিক সমিতির সভাপতি মতিউর রহমান, পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান, জাতীয় শ্রমিক লীগ তারাকান্দি শাখার সাধারণ সম্পাদক শামিম হোসেন তরফদার সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। 

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম কে বহিস্কারের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবী জানান বক্তারা।

আরএস

Link copied!