Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

পিরোজপুর-৩ আসন

বঙ্গবন্ধুর সমাধিতে আ.লীগ মনোনীত প্রার্থী আশরাফুর রহমান

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

ডিসেম্বর ৩, ২০২৩, ০৫:১৮ পিএম


বঙ্গবন্ধুর সমাধিতে আ.লীগ মনোনীত প্রার্থী আশরাফুর রহমান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে আ.লীগ মনোনীত প্রার্থী আশরাফুর রহমান আজ রোববার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু মাজার জিয়ারত করেছেন। পরে তিনি পিরোজপুর জেলা রিটানিং কর্মকর্তার কার্যালয় প্রার্থী যাচাই-বাছাই কার্যক্রমে অংশ গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সভাপতি মো. রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস, আ.লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, বীরমুক্তিযোদ্ধা মো. এমাদুল হক খান, বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন, হারুণ অর রশিদ খান, খাইরুল ইসলাম কামাল নানু, হেমায়েত উদ্দিন, নূরুজ্জামান তালুকদার, মিজানুর রহমান, জাহাঙ্গীর হোসেন হাওলাদার, মিজানুর রহমান মিলন প্রমুখ।

উল্লেখ, পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে নির্বাচনী মাঠে লড়াই করতে প্রস্তুত রয়েছেন ১৪ প্রার্থী। তারা হলেন- বর্তমান সংসদ সদস্য ডা. মো. রুস্তুম আলী ফরাজী (স্বতন্ত্র), আ. লীগ মনোনীত প্রার্থী মো. আশরাফুর রহমান, জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত মাশরেকুল আজম রবি, কল্যাণ পার্টি মনোনীত সাংবাদিক শহীদুল ইসলাম স্বপন, ন্যাশনাল পিপল্স পার্টি মনোনীত আমির খান, বাংলাদেশের ওয়ার্কার্স পাটি মনোনীত প্রশান্ত কুমার হাওলাদার খোকন, মুক্তিজোট মনোনীত জাসেম আলম, স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজ, খেলাফত আন্দোলন মনোনীত প্রার্থী আব্দুল লতীফ সিরাজী ও স্বতন্ত্র প্রার্থী আবু তারেক মৃধা, স্বতন্ত্র প্রার্থী সুধীর রঞ্জন ও মো. শহীদুল ইসলাম, কংগ্রেস পার্টি মনোনীত হোসাইন মোশারফ সাকু, জাকের পর্টি মনোনীত চন্দ্র শেখর লিটু।

এআরএস

 

Link copied!