Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সড়ক দুর্ঘটনায় অধ্যক্ষ নিহত, গুরুতর আহত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

ডিসেম্বর ৪, ২০২৩, ০১:৪৮ পিএম


সড়ক দুর্ঘটনায় অধ্যক্ষ নিহত, গুরুতর আহত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক

বরগুনার পাথরঘাটা কলেজের সাবেক অধ্যক্ষ জাহাঙ্গীর আলম মল্লিক (৬৮) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। এসময় মোটরসাইকেল চালক পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও প্রথম আলোর পাথরঘাটা প্রতিনিধি আমিন সোহেল (৪২) গুরুতর আহত হয়েছেন।

রোববার সন্ধা ৬ টার দিকে পাথরঘাটা-কাকচিড়া মহাসড়কের খ্রিস্টানবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ আলম হাওলাদার।

সড়ক দুর্ঘটনার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে রাত একটার পর কোন এক সময় জাহাঙ্গীর আলম মল্লিকের মৃত্যু হয়। এর আগে তাদেরকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর অবস্থার অবনতি হলে ঢাকায় প্রেরন করেন।  

জানা যায়, জাহাঙ্গীর আলম মল্লিক পাথরঘাটা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি নবনির্বাচিত সভাপতি ও আমিন সোহেল সদস্য। পটুয়াখালী দুদক সম্মানিত কার্যালয়ে থেকে জরুরী কাজ শেষে পাথরঘাটায় আসার পথে পাথরঘাটা-কাকচিড়া মহাসড়কের খ্রিস্টানবাড়ী এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই টমটমে ধাক্কা লেগে মোট্রসাইকেলসহ ছিটকে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক সড়ক দুর্ঘটনায় আহত দুজকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে দুজনকেই ঢাকায় পাঠানো হয়েছে।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার জানায়, রবিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা নেয়ার পথে অধ্যক্ষ জাহাঙ্গীর আলম মল্লিকের মৃত্যু সংবাদ পেয়েছি। এর আগে ঘটনা শোনার সাথেই স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহতদের খোঁজ-খবর দিয়েছি। তবে যে গাড়ির জন্য ঘটনা ঘটেছে সেই গাড়িটি পাওয়া যায়নি। স্থানীয় সিসি ক্যামেরার ফুটেজ দেখে টমটম চালককে সনাক্ত করতে কাজ চলছে।

এইচআর
 

Link copied!