Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নাটোরে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন

নাটোর প্রতিনিধি

নাটোর প্রতিনিধি

ডিসেম্বর ৪, ২০২৩, ০২:০৯ পিএম


নাটোরে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন

নাটোর শহরের হরিশপুর এলাকায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এই ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে শহরের হরিশপুর এলাকার ভিআইপি হোটেলের কাছে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে শহরের হরিশপুর এলাকার ভিআইপি হোটেলের কাছে দাঁড়িয়ে থাকা সামিজনি ও রাজকীয় নামে দুইটি যাত্রীবাহি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

এ সময় স্থানীয়রা আগুন দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসের ভেতরের অংশ আগুনে পুড়ে যায়।

নাটোর সিনিয়র স্টেশন মাস্টার ফিরোজ কুতুবি বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাই। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তকরণের চেষ্টা চলছে।

এইচআর

Link copied!