চুয়াডাঙ্গা প্রতিনিধি
ডিসেম্বর ৪, ২০২৩, ০৩:১১ পিএম
চুয়াডাঙ্গা প্রতিনিধি
ডিসেম্বর ৪, ২০২৩, ০৩:১১ পিএম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার লক্ষ্যে চুয়াডাঙ্গায় মনোনয়নপত্র যাচাই বাচাই সম্পন্ন হয়েছে, জেলার দুটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীসহ ২০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছিলো।
চুয়াডাঙ্গার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা তার কার্যালয় মিলনায়তনে সোমবার (৪ ডিসেম্বর) সকাল ১১ টায় প্রার্থীসহ সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই বাচাই সম্পন্ন করেন ও ঘোষণা দেন, চুয়াডাঙ্গা-১ আসনে ৭ জন ২ আসনে ৬ জন বৈধ হন।
চুয়াডাঙ্গা ১ আসনে ১০ জন প্রার্থীর মধ্যে ৭ মনোনয়নপত্র যাচাই-বাছাই এ বৈধ হন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সোলায়মান হক জোয়ার্দার ছেলুন, জাতীয় পার্টির সোহরাব হোসেন এডভোকেট, ন্যাশনাল পিউপলস পার্টির ইদ্রিস চৌধুরী, জাকের পার্টির মোহাম্মদ সালাম উদ্দিন, স্বতন্ত্র দিলীপ কুমার আগরওয়ালা, এম.এ. রাজ্জাক খান, এম. শহিদুর রহমান ,
চুয়াডাঙ্গা ১ আসনের বাতিল প্রার্থী হলেন স্বতন্ত্রপ্রার্থী আফরোজা পারভীন, তাইজাল হক, শেখ সামসুল আবেদীন
চুয়াডাঙ্গা ২ আসনে ১০ জন প্রার্থীর মধ্যে ৬ মনোনয়নপত্র যাচাই-বাছাই এ বৈধ হন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলী আজগার, জাতীয় পার্টির রবিউল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির ইদ্রিস চৌধুরী, জাসদ (ইনু) দেওয়ান মো. ইয়াছিন উল্লাহ, জাকের পার্টির আব্দুল লতিফ খান, স্বতন্ত্র প্রার্থী হাশেম রেজা, চুয়াডাঙ্গা -২ আসনের বাতিল প্রার্থী মীর্জা শাহরিয়ার মাহমুদ, নূর হাকিম, নজরুল মল্লিক, আব্দুল মালেক মোল্লা, রিটার্নিং অফিসার জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, `প্রার্থীদের মনোনয়নপত্রে দেয়া তথ্যের ভুল, ঋনখেলাপীসহ যুক্তিযুক্ত নানাবিধ কারনে এসব প্রার্থীরা যাচাই-বাছাইয়ে টিকতে পারেননি। তবে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ আছে।
এইচআর