Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

কুমিল্লার ১১ আসনে যাদের মনোনয়ন বৈধ-বাতিল ও স্থগিত

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা প্রতিনিধি

ডিসেম্বর ৪, ২০২৩, ০৯:০৫ পিএম


কুমিল্লার ১১ আসনে যাদের মনোনয়ন বৈধ-বাতিল ও স্থগিত

কুমিল্লার ১১টি সংসদীয় আসনে ২৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. মুশফিকুর রহমান। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দ্বিতীয় দিন সোমবার (৪ ডিসেম্বর) ৬টি আসনে ২৭ জনের মনোনয়ন বৈধ, ২২ জনের বাতিল ও ৫ জনের স্থগিত রাখা হয়েছে। 

এর আগে রোববার (৩ ডিসেম্বর) মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের প্রথম দিন ২৯ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। দুইদিনের যাচাই-বাছাইয়ে মোট ৫৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মনোনয়ন পত্র যাচাই বাছাই কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. মুশফিকুর রহমান। 

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সূত্র জানা গেছে, সোমবার কুমিল্লার সংসদীয় আসন ৬ থেকে ১১ এর যাচাই বাছাই কার্যক্রম সকালে শুরু হয়ে বিকেলে শেষ হয়। ওই ৬টি আসনে আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের ও স্বতন্ত্র হিসেবে ৫৪ জন মনোনয়ন পত্র জমা দেন। দ্বিতীয় দিনের যাচাই-বাছাইয়ে ২৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। 

এরমধ্যে কুমিল্লা -৬ ( সদর, সিটি কর্পোরেশন) আসনে মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হলেন – আওয়ামী লীগের মনোনীত আ ক ম বাহাউদ্দিন, আঞ্জুম সুলতানা (স্বতন্ত্র), এয়ার আহমেদ সেলিম (জাতীয় পার্টি) ও এডভোকেট আবুল হোসেন মজুমদার (জাকের পার্টি)। 

কে আসনে দুই জনের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্ত, মোহাম্মদ লুৎফুর রেজা (জাতীয় পার্টি), মো. শহীদ উল্লাহ (বাংলাদেশ সুপ্রিম পার্টি), তোফায়েল হোসেন (কৃষক শ্রমিক জনতা লীগ) এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। 

এ আসনে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। কুমিল্লা -৮ (বরুড়া) আসনে বৈধ হওয়া প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত আবু জাফর মোহাম্মদ  শফিউদ্দীন, নুরুল ইসলাম মিলন (স্বতন্ত্র), মফিজ উদ্দিন আহমেদ (ইসলামি ঐক্য জোট), মোজাম্মেল হক বশির (বাংলাদেশ সুপ্রিম পার্টি), নাসিমুল আলম চৌধুরী (স্বতন্ত্র), শরিফুল ইসলাম (জাকের পার্টি)। 

এ আসনে চার জনের মনোনয়ন বাতিল এবং পাঁচ জনের স্থগিত রাখা হয়েছে। কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. তাজুল ইসলাম, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের আবু বকর সিদ্দিক, কৃষক শ্রমিক জনতা লীগের জহির উদ্দিন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. মোয়াজ্জেম হোসেন, জাতীয় পার্টির গোলাম মোস্তফা কামাল ও বাংলাদেশ ত্বরিকত ফেডারেশনের সৈয়দ রেজাউল হক চাঁদপুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। 

এ আসলে দুই জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। কুমিল্লা-১০ (নাঙ্গলকোট, সদর দক্ষিণ, লালমাই) আসনে বৈধ হওয়া প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত আহম মুস্তাফা কামাল ও জাতীয় পার্টির জেনাকি হুমায়ুন। এ আসনে পাঁচ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বৈধ হওয়া প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত মুজিবুল হক, মিজানুর রহমান (স্বতন্ত্র), শাহ আলম মোল্লা (জাকের পার্টি), মোস্তফা কামাল (জাতীয় পার্টি), মো. খোরশিদ আলম (ইসলামি ঐক্যজোট)। 

আসনে ছয় জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রোববার মনোনয়নপত্র যাচাই-বাছের প্রথম দিন সংসদীয় আসন ১ থেকে ৫ পর্যন্ত ২৯ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। তারা হলেন: কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের আওয়ামী লীগের প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সবুর সহ ৫ জন। 

কুমিল্লা-২ (মেঘনা-হোমনা) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সেলিমা আহমদ মেরি সহ ৬ জন। কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে আওয়ামী লীগের প্রার্থী ইউসুফ আব্দুল্লাহ হারুন সহ ৩ জন। কুমিল্লা- ৪ (দেবিদ্বার) আসনে আওয়ামী লীগের প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুলসহ ৯ জন। কুমিল্লা-০৫ (বুড়িচং -ব্রাহ্মণপাড়া) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল হাশেমসহ ৬ জন।

এইচআর

Link copied!