Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

ঘাটাইল  (টাঙ্গাইল) প্রতিনিধি

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

ডিসেম্বর ৫, ২০২৩, ১১:৫৬ এএম


মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় অটোভ্যানের ধাক্কায় বাইক আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় সাগরদিঘী-ঘাটাইল সড়কের কামালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের ইন্দ্রিরাবাইদ গ্রামের মিন্টু মিয়ার ছেলে সবুজ মিয়া (২০) ও তার বন্ধু একই গ্রামের মো. জসিম উদ্দীনের ছেলে সোহাগ মিয়া (১৮)।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন  জানান, দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে সাগরদিঘী থেকে শহর গোপীনপুর যাচ্ছিলেন। পথে কামালপুর এলাকায় পৌঁছালে একটি অটোভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলটি রাস্তার পাশে ছিটকে পড়ে।

এতে মোটরসাইকেলে থাকা সোহাগ ও সবুজ গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন।

পরে উন্নত চিকিৎসার জন্য সবুজকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। তাদের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এআরএস

Link copied!