Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

লালমনিরহাটে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট প্রতিনিধি

ডিসেম্বর ৫, ২০২৩, ১২:০৬ পিএম


লালমনিরহাটে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত

‘মাটি ও পানি জীবনের উৎস’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাট জেলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন ও মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক হামিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ্।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আফরোজা খাতুন।

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মশিউর রহমান আলোচনা সভার মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, সাধারণ কৃষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এআরএস

Link copied!