Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মির্জাপুরে আমন ধান-চাল সংগ্রহ উদ্বোধন

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ডিসেম্বর ৫, ২০২৩, ০১:৫৫ পিএম


মির্জাপুরে আমন ধান-চাল সংগ্রহ উদ্বোধন

টাঙ্গাইলের মির্জাপুরে আনুষ্ঠানিকভাবে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) বেলা ১১টার সময় উপজেলা খাদ্যগুদাম চত্বরে ফিতা কেটে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন।

এসময় অতিরিক্ত কৃষি অফিসার মাহামুদা খাতুন, উপজেলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার শ্যামল সরকার, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত অফিসার মোহাম্মদ নুরুল ইসলাম, উপ-খাদ্য পরিদর্শক হাসেম আলী, খাদ্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সিবার উদ্দিন প্রমুখ।

উপজেলার চলতি মৌসুমে সরকারিভাবে কৃষকদের কাছ থেকে ৩০ টাকা কেজি দরে ২২৭ টন ধান ও ৪৪ টাকা কেজি দরে ৫ টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে জানিয়েছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শ্যামল সরকার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, কৃষক যেন ন্যায্যমূল্য পায় সেজন্য লটারির মাধ্যমে সরকারিভাবে ধান ও চালের মূল্য নির্ধারণ করে দেয়া হয়েছে। শতভাগ নির্দেশ মেনে ধান ও চাল কিনতে হবে। যারা এসব নির্দেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এআরএস

Link copied!