Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

মাটিরাঙ্গায় ৫ ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন ইউএনও

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

ডিসেম্বর ৫, ২০২৩, ০৭:২৩ পিএম


মাটিরাঙ্গায় ৫ ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন ইউএনও

আসন্ন ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি ২৯৮নং আসনের মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের ৫টি ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১০নং বড়বিল মুসলিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,  বংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিরাশিটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভোট কেন্দ্র পরিদর্শন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মাহাবুবুল আলম, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি কমল কৃষ্ণ ধর। 

 

একই দিনে বিকেলের দিকে মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের চলমান গৃহহীনদের গৃহনির্মাণ কাজের পরির্দশন করেছেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.ইশতিয়াক আহম্মেদ, তবলছড়ি ইউপি চেয়ারম্যান মো.আবুল কাশেম ভূইঁয়াসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন।
 

Link copied!