Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পেকুয়ায় ইয়াবাসহ আটক যুবক আটক

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

ডিসেম্বর ৬, ২০২৩, ০১:৩৬ পিএম


পেকুয়ায় ইয়াবাসহ আটক যুবক আটক

কক্সবাজারের পেকুয়ায় ৩৫০০ পিস ইয়াবাসহ একজন কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে পেকুয়া থানা পুলিশ টইটং ইউনিয়নের ধনিয়াকাটা স্টেশন থেকে তাকে আটক করে।

আটককৃত ব্যক্তির নাম ছৈয়দনুর (২৯)। তিনি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের দক্ষিণ নাজির পাড়া এলাকার জাফর আলমের ছেলে।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া (এবিসি) আঞ্চলিক মহাসড়কের ধনিয়াকাটা স্টেশনের একটু উত্তর পাশে পুলিশের নিয়মিত চেকপোস্ট চলাকালীন সময়ে এসআই হেশাম উদ্দিন মো. জুনাইদের নেতৃত্বে পুলিশ তাকে আটক করে। এসময় তার ব্যাগে থাকা সাউন্ডবক্সের ভেতরে বিশেষ কায়দায় মোড়ানো তিনহাজার পাঁচশত পিস উদ্ধার করে।

ওসি আরো বলেন, ইয়াবাগুলো তিনি টেকনাফ থেকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ফকিরনীর হাটে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। এবিষয়ে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা রুজু করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এআরএস

Link copied!