Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪,

নেত্রকোণায় ভারতীয় রুপিসহ বাংলাদেশী আটক

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণা প্রতিনিধি

ডিসেম্বর ৬, ২০২৩, ০৪:৫৬ পিএম


নেত্রকোণায় ভারতীয় রুপিসহ বাংলাদেশী আটক

বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবির) বিশেষ অভিযানে ভারতীয় রুপিসহ বাংলাদেশী এক নাগরিককে আটক করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে দুর্গাপুর উপজেলার বিজয়পুর বিওপির জোয়ানরা ভারতীয় রুপিসহ জসিম রুরামকে (২৩) আটক করে।

নেত্রকোণা ব্যাটালিয়ন ৩১বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মো. আরিফুর রহমান এক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুর্গাপুর উপজেলার বিজয়পুর বিওপি কর্তৃক সীমান্ত মেইন পিলার ১১৫০ হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম বিজয়পুর নামক স্থানে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার সময় বিজিবি টহলদল সন্দেহজনক ভাবে বাংলাদেশী নাগরিক জসিম রুরামকে আটক করে।

আটককৃত জসিম রুরাম দুর্গাপুর উপজেলার পশ্চিম বিজয়পুর গ্রামের লেলিন হাজং এর পুত্র। পরে দেহ তল্লাশি করে তার নিকট হতে ভারতীয় ১৯ লক্ষ ৯৮ হাজার রুপি পাওয়া যায়, (পাঁচশত রুপির নোট ৩৯৯৬ টি)।

উক্ত রুপি বাংলাদেশী টাকায় সিজার মূল্য- ২৬ লক্ষ ৩৭ হাজার ৩শত ৬০টাকা। রুপিসহ আটককৃত আসামীকে দূর্গাপুর থানায় মামলা দায়ের পূর্বক হস্তান্তর করা হয়েছে।

এইচআর
 

Link copied!