Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ডাসারে অবৈধ দোকান নির্মাণ বন্ধ করল প্রশাসন

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর প্রতিনিধি

ডিসেম্বর ৬, ২০২৩, ০৫:০২ পিএম


ডাসারে অবৈধ দোকান নির্মাণ বন্ধ করল প্রশাসন

মাদারীপুরের ডাসারে অবৈধভাবে নির্মানাধীন দুইটি দোকানঘরের নির্মান কাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলার কাজীবাকাই ইউনিয়নের বাঁশতলা নামকস্থানে এ দোকান নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়।

প্রশাসন ও এলাকা সূত্রে জানা যায়, উপজেলার বাঁশতলা নামকস্থানে একটি খাল দখল করে স্থানীয় প্রভাবশালী রেজাউল, হাসান ও মোহাম্মদসহ বেশ কয়েকজন মিলে দুইটি দোকানঘর নির্মাণ কাজ শুরু করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার কানিজ আফরোজের দিক নির্দেশনায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. সাইদুজ্জামান হিমু ডাসার থানা পুলিশের সহযোগীতায় ওই দোকানঘর নির্মাণ কাজ বন্ধ করে দেন।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. সাইদুজ্জামান হিমু বলেন, খাল দখল করে দোকানঘর নির্মাণ কাজ শুরু করেন স্থানীয় প্রভাবশালী মহল। খবর পেয়ে ওই নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার কানিজ আফরোজ বলেন, খাল দখল করে পুনরায় দোকানঘর নির্মাণ করবেন না বলে দখলদাররা মুচলেকা দিয়েছেন।

এআরএস

Link copied!