Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

ডিসেম্বর ৬, ২০২৩, ০৫:৪১ পিএম


খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা

খাগড়াছড়িতে আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮নং আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী  নৌকা প্রতীককে বিজয় করার লক্ষে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে একটি রির্সোটে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম এর সঞ্চানায় সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এসময় পার্বত্য চট্রগ্রাসের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা,জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর  মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মংক্যাচিং চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক এড. আশ্রতোষ চাকমা, জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক এম এ জব্বার, জেলা আওয়ামী লীগের নেত্রী  শতরূপা চাকমাসহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য, জেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সকল সদস্য, সকল উপজেলা ও পৌর আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন,তৃতীয় বারের আওয়ামী লীগের দলীয় প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপিকে  আবার নির্বাচিত করতে সকল মত পার্থক্য ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান বক্তারা।

সভাপতির বক্তব্যে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন,আগামী ৭জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয় করার জন্য জেলার সকল দলীয় নেতা কর্মীকে দ্বিধা দ্বন্দ্ব বলে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খাগড়াছড়ি ২৯৮ নং আসনটি উপহার দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

এইচআর
 

Link copied!