Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

শাহজাদপুরে মুরগীবাহী গাড়িতে আগুন, চালককে মারধর

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

ডিসেম্বর ৭, ২০২৩, ১২:১২ পিএম


শাহজাদপুরে মুরগীবাহী গাড়িতে আগুন, চালককে মারধর

সিরাজগঞ্জের শাহজাদপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে একটি মুরগীর বাচ্চাবাহী ট্রাক থামিয়ে চালককে মারধর করে গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে গাড়ীর সামনের অংশ পুড়ে যায় এবং গাড়ীর থাকা প্রায় সাত হাজার মুরগীর বাচ্চা মারা গেছে। দুর্বৃত্তদের মারধরে গাড়ীর চালক আহত হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) রাত পৌনে দশটার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের টেটিয়ারকান্দা এলাকার দুর্গাদহ গ্যাস ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল বাশার জানান, এসিআই কোম্পানীর একটি মুরগীর বাচ্চাবাহী পিকআপ মাওনা থেকে পাবনা যাবার পথে ঘটনাস্থলে পৌছলে দুর্বৃত্তরা মশাল হাতে গাড়ীর গতিরোধ করে। গতিরোধ করেই মশাল দিয়ে গাড়ীর সম্মুখভাগে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এতে গাড়ীর সম্মুখভাগ পুড়ে যায় এবং গাড়িতে থাকা প্রায় সাত হাজার মুরগীর বাচ্চা মারা যায়। সংবাদ পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রন করেন।

এছাড়াও দুর্বৃত্তদের লাঠির আঘাতে চালক মখলেস আহত হয়েছে বলেও ওসি জানিয়েছেন।

এআরএস

Link copied!