Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

কালিয়াকৈরে উপজেলা চেয়ারম্যানের বাসায় ককটেল নিক্ষেপ

কালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধি

ডিসেম্বর ৭, ২০২৩, ০৬:০১ পিএম


কালিয়াকৈরে উপজেলা চেয়ারম্যানের বাসায় ককটেল নিক্ষেপ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল উদ্দিন শিকদারের বাসায় ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ভোর রাতে কালিয়াকৈর পৌরসভার সফিপুরে তার নিজস্ব বাসায় ভোররাতে ককটেল নিক্ষেপের এ ঘটনা ঘটে। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

এলাকাবাসী জানায় বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে কালিয়াকৈর পৌরসভার সফিপুর বাজারে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন শিকদারের অনুপস্থিতিতে তার বহুতল ভবনের নিচ তলায় একাধারে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।

পরে ভবনের তৃতীয় তলায় একটি পেট্রোল বোমা ও একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।  এসময় নিক্ষেপ করা পেট্রোল বোমা বিস্ফোরণ হয়ে ভবনের কাচ ভেঙে যায় এবং ককটেল অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। ককটেলের বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন ছুটে আসলেও বিষয়টি বুঝে উঠতে পারেনি।

পরে সকাল ১১ টার দিকে ভবনের ৩য় তলায় গিয়ে দেখা যায় একটি অবিস্ফোরিত ককটেল পড়ে আছে।  পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করে।

কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন শিকদার জানান, আমি বাসায় ছিলাম না। তারা হয়তো এই সুযোগ কাজে লাগিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করতেই এ ঘটনা ঘটিয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এইচআর

Link copied!