Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ঝালকাঠিতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ৩

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

ডিসেম্বর ৭, ২০২৩, ০৭:২৩ পিএম


ঝালকাঠিতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ৩

ঝালকাঠির নলছিটিতে বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। 
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেল ৫ টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে জিরোপয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মুরাদ আলী নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,ঢাকা থেকে ছেড়ে আসা বেপারি পরিবহন নামে একটি বাসের সাথে বাকেরগঞ্জ থেকে  আসা মাহেন্দ্র (সিএনজি) মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে দুইজন নিহত ও বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একজন নিহত হন।

নিহতরা হলেন, বরিশালের কাউনিয়া এলাকার খোকন খানের ছেলে মাহিন্দ্রা চালক জসিম খান, নলছিটি  উপজেলার পূর্ব কামদেবপুর এলাকায় আজিজ খানের ছেলে রাজিব খান ও নলবুনিয়া এলাকার জাহিদুল ইসলামের স্ত্রী সুরভী খানম।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছি। গাড়ি ও লাশ আমাদের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.নজরুল ইসলাম বলেন, আহত ও নিহতদের মধ্যে যাদের বাড়ি নলছিটিতে তাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে বিধি মোতাবেক আর্থিক সহয়তা করা হবে।

এইচআর

Link copied!