Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান পুলিশ সুপারের

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি

ডিসেম্বর ৭, ২০২৩, ০৮:৪৮ পিএম


কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান পুলিশ সুপারের

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান করছেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানাধীন গৃদকালিন্দিয়া উচ্চ বিদ্যালয়ে বিশেষ উঠান বৈঠকে তিনি এ আহ্বান করেন।

জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মাকছুদুর রহমান পাটওয়ারী প্রাক্তন সিনিয়র সচিব ও সদস্য, বাংলাদেশ সরকারি কর্মকমিশন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম পুলিশ সুপার চাঁদপুর।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন নারী, বিরোধী দলীয় নেতৃী নারী এবং জাতীয় সংসদের স্পিকারও নারী। সুতরাং জাতি গঠনে আপনাদের ভূমিকা অত্যধিক। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান করছি।

কেউ যদি আপনাদের ভোটাধিকার প্রয়োগে বাঁধা সৃষ্টি করে তাহলে চাঁদপুর জেলা পুলিশ কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করবে। ভোটাধিকার বাস্তবায়নে চাঁদপুর জেলা পুলিশ আপনাদের পাশে রয়েছে।

এ সময়  জি এস তছলিম আহমেদ উপজেলা চেয়ারম্যান ফরিদগঞ্জ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, অফিসার ইনচার্জ ফরিদগঞ্জ থানাসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এইচআর

 

Link copied!