Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

চোলাইমদসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

ডিসেম্বর ৭, ২০২৩, ০৯:৫৫ পিএম


চোলাইমদসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি চোলাইমদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দুই ব্যক্তি মোটরসাইকেল যোগে অবৈধ মাদকদ্রব্য দেশীয় তৈরী চোলাইমদ নিয়ে মাটিরাঙ্গা থেকে  চট্রগ্রাম এর উদ্দেশ্যে রওনা করেছে এমন সংবাদের ভিত্তিতে যোগ্যাছোলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গরমছড়ি এলাকায় আসামি মো. হেদায়েত(২৪), মো. মনির হোসেন (২৩)কে ৩০ লিটার চোলাইমদ সহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি মো. হেদায়েত(২৪), গোমতি ইউনিয়নের বাসিন্দা মো.আদম আলী  এর ছেলে।মো. মনির হোসেন (২৩)মাটিরাঙ্গা পৌরসভার নতুনপাড়া ২নং ওয়ার্ডের মো.জামাল হোসেন এর ছেলের। থানা পুলিশ জানান আসামীদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

এইচআর

Link copied!