Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার, আটক ১৮

দিনাজপুর প্রতিনিধ

দিনাজপুর প্রতিনিধ

ডিসেম্বর ৮, ২০২৩, ০৭:৩৩ পিএম


শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার, আটক ১৮

দিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস জালিয়াতি ও বদলি পরীক্ষা দেওয়ার সময় ১৮ জনকে আটক করা হয়েছে।

এদিকে ১৬ জন পরীক্ষার্থীর কাছ থেকে জব্দ করা হয়েছে তথ্য আদান-প্রদানের কাজে ব্যবহৃত ১৬টি ডিভাইস। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রশাসশন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম জানান, দিনাজপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য ৫৪টি কেন্দ্রে অংশ নিয়েছিল ৩৮ হাজার ৯ জন প্রার্থী।

পরীক্ষা চলাকালে ডিভাইস ব্যবহার করে নকল করার সময় ১৬ জনকে এবং বদলি পরীক্ষা দেওয়ার ঘটনায় আরও দুইজনকে প্রথমে বহিষ্কার এবং পরে তাদেরকে আটক দেখানো হয়েছে।

তিনি বলেন, উদ্ধার করা হয়েছে তথ্য আদান-প্রদানে সহায়ক ১৬টি ডিভাইস। আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এইচআর

Link copied!