Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে, ১৩ পরীক্ষার্থী আটক

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট প্রতিনিধি

ডিসেম্বর ৮, ২০২৩, ০৮:৪৭ পিএম


নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে, ১৩ পরীক্ষার্থী আটক

লালমনিরহাটে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের অভিযোগে ১৩ পরীক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে নিয়োগ পরীক্ষার হল থেকে তাদের আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য সদর থানায় নিয়ে আসা হয়েছে।

আটককৃত পরীক্ষার্থীদের মধ্যে ১০ জন মহিলা ও ৩ জন পুরুষ। পরীক্ষা শুরুর পর লালমনিরহাট সরকারী কলেজ থেকে ৫ জন, ফাকল পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ থেকে ২ জন, মজিদা খাতুন মহিলা কলেজ থেকে ১ জন,লালমনিরহাট সরকারী ভকেশনাল স্কুল এন্ড কলেজ থেকে ১ জন, গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে ১ জন, চার্চ অফ গড স্কুল থেকে ১ জন  ও বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে ১ জন কে আটক করেন।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ বলেন, পরিক্ষায় অসৎ উপায় অবলম্বন করার কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছে, আটককৃতদের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মামলা হবে।

এইচআর
 

Link copied!