Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নান্দাইলে বিএনপি-পুলিশ সংঘর্ষে ২৬৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ডিসেম্বর ৮, ২০২৩, ০৯:২৩ পিএম


নান্দাইলে বিএনপি-পুলিশ সংঘর্ষে ২৬৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ময়মনসিংহের নান্দাইলে বিএনপি নেতাকর্মী ও পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় বিএনপির ২৬৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে নান্দাইল মডেল থানায় মামলা করেন পুলিশের উপপরিদর্শক (এসআই) রুবেল মিয়া।

ওই মামলায় বিএনপির ১১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। এরই মধ্যে আওয়াল নামে এক শ্রমিকদল নেতাকে আটক করেছে থানা পুলিশ।

আসামিরা সবাই উপজেলা ও ইউনিয়ন বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিএনপির সমর্থক। জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১১টার দিকে নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের মাজার বাসস্ট্যান্ড এলাকায় হরতাল-অবরোধ সমর্থনের মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীরা মহাসড়কে উঠতে চাইলে পুলিশ বাধা দেয়ায় উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে।

এতে দুই পুলিশ সদস্যসহ বিএনপির ৩৫ জন নেতাকর্মী আহত হয়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে পুলিশ। পরে পুলিশের ধাওয়া খেয়ে বিএনপির নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। নান্দাইল মডেল থানার ওসি (তদন্ত) ওবায়দুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এইচআর

Link copied!