Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

পেকুয়ায় ২ শিশুকে বলাৎকার, অভিযুক্তকে পুলিশে দিলো জনতা

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

ডিসেম্বর ৯, ২০২৩, ০১:৫৫ পিএম


পেকুয়ায় ২ শিশুকে বলাৎকার, অভিযুক্তকে পুলিশে দিলো জনতা

কক্সবাজারের পেকুয়ায় পাঁচ বছর ও সাত বছর বয়সী দুই শিশুকে বলাৎকারের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বলাৎকারকারীকে পিটিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে। বলাৎকারকারী মো. মনির (৩৮) উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী এলাকার শফিকুর রহমানের ছেলে।

ভুক্তভোগী এক শিশুর পিতা বলেন, বৃহস্পতিবার বিকেলে আমার ছেলে ঘরে এসে তাকে যৌনতার উদ্দেশ্যে শারিরীকভাবে নির্যাতনের কথা বলেন। এরপর থেকে বলাৎকারকারী মনিরকে খোঁজতে থাকি। গতরাতে সে ঘরে গেলে সেখান থেকেই তাকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি নিয়ে ধরে ফেলি। প্রাথমিকভাবে এলাকাবাসীর সামনে সে বলাৎকারের কথা স্বীকার করেছে। আমরা তাকে পুলিশের কাছে সোপর্দ করেছি।

পেকুয়া থানার উপ পরিদর্শক (এস আই) অমর চন্দ্র বিশ্বাস বলেন, বারবাকিয়ায় দুই শিশুকে বলাৎকারের ঘটনায় ধৃত অবস্থায় এক ব্যক্তিকে জনতার কাছ থেকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার জন্য অভিযুক্তকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত (কর্মকর্তা) ওসি মোহাম্মদ ইলিয়াছ বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে উদ্ধার করা হয়েছে। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এআরএস

Link copied!