Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানির পাশে উপজেলা প্রশাসন

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

ডিসেম্বর ৯, ২০২৩, ০৪:৩৫ পিএম


অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানির পাশে উপজেলা প্রশাসন

নগদ অর্থ সহায়তা, ঢেউটিন ও শীতবস্ত্র নিয়ে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নের করল্যাছড়ি পুরান বাজার এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন দোকানির পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার (৯ ডিসেম্বর) দুপুরের দিকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত আমতলী ইউনিয়ন এর করল্যাছড়ি পুরান বাজারে ক্ষতিগ্রস্ত তিনটি দোকান পরিদর্শন করেছেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার।

এসময় মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহমেদ, আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আব্দুল গণিসহ স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আব্দুল গণি বলেন, গত রাত ১২টার দিকে আমতলী ইউনিয়নের করল্যাছড়ি পুরান বাজারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এতে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের সুত্রপাত এখনো জানা যায়নি।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে মো.রহিম এর মুদি ও চা দোকান, মো.বিল্লাল এর মুদিও চা দোকান, আনোয়ার খালি দোকান। প্রায় তিন দোকানে আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ ৮ লাখ টাকা

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী বলেন, আমতলী ইউনিয়নের করল্যাছড়ি পুরান বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন দোকান মালিককে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসকের ত্রাণ তহবিল থেকে নগদ ৬ হাজার টাকা, দুইবান ঢেউটিন ও শীতবস্ত্র প্রদান করা হয়েছে।

এইচআর

Link copied!