Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বাঞ্ছারামপুরে আ.লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ডিসেম্বর ৯, ২০২৩, ০৭:৪৫ পিএম


বাঞ্ছারামপুরে আ.লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে উপজেলা ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম অডিটোরিয়ামে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম।

উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব:) এবি তাজুল ইসলাম এমপি.।

ক্যাপ্টেন তাজ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলেই সারাবিশ্ব বাংলাদেশকে সম্মান করে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ নিরাপদে আছে। বাঞ্ছারামপুরের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের বিকল্প নাই।

বর্ধিত সভায় আরও বক্তব্যে রাখেন,  উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি প্রিন্সিপাল আবুল খায়ের দুলাল, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম ভুইয়া বকুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন প্রমুখ।

এইচআর

Link copied!