Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

চকরিয়ায় স্বর্ণালংঙ্কারসহ নগদ অর্থ চুরি

চকরিয়া (কক্সবাজর) প্রতিনিধি

চকরিয়া (কক্সবাজর) প্রতিনিধি

ডিসেম্বর ১০, ২০২৩, ০৫:৪৪ পিএম


চকরিয়ায় স্বর্ণালংঙ্কারসহ নগদ অর্থ চুরি

কক্সবাজারের চকরিয়ায় স্বর্ণালংঙ্কারসহ নগদ অর্থ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (০৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা সদরের ৪নং ওয়ার্ডের পল্লীবিদ্যুৎ চকরিয়া জোনাল অফিসের পিছনে খলিলুল্লাহ ভবনের ৪র্থ তলায় এ চুরি হয়।

এঘটনায় চকরিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী বাসার ভাড়াটিয়া রেজাউল করিম।

জানা যায়, খলিলুল্লাহ ভবনের ৪র্থ তলার ১০নং বাসার ভাড়াটিয়া রেজাউল করিম শনিবার সকালে স্ব-পরিবারে চট্টগ্রাম বেড়াতে যায়। তবে সন্ধ্যায় পাশের বাসার ভাড়াটিয়া বাসার দরজা খোলা দেখে মোবাইলে বিষয়টি আমাকে জানায়। খবর পেয়ে তাৎক্ষণিক চট্টগ্রাম থেকে চলে এসে দেখি বাসার সব জিনিসপত্র এলোমেলো।

পরে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানতে পারলাম এক লাখ ২৫ হাজার টাকা, দুই ভরি স্বর্নালংকারসহ প্রায় চার লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে চোর।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী নাদিম বলেন, বাসায় চুরির অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এআরএস

Link copied!