Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪,

নারায়ণগঞ্জে গাঁজাসহ গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডিসেম্বর ১১, ২০২৩, ০৬:০৮ পিএম


নারায়ণগঞ্জে গাঁজাসহ গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় ৩৮ কেজি গাজাসহ এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। সোমবার (১১ ডিসেম্বর) র‍্যাব-১১ এর সহকারী পরিচালক সনদ বড়ুয়া গন মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার রাতে গাজাসহ রনি (৩৬) কে গ্রেপ্তার করা হয়। এসময় মাদকের ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করে র‍্যাব। মাদক ব্যবসায়ী রনি কুমিল্লা জেলার দুরিবাত এলাকার জামাল মিয়ার ছেলে।

এ বিষয়ে র‍্যাব আরো জানায়, মাদক ব্যবসায়ী রনি দীর্ঘদিন ধরে এ পেশার সাথে জড়িত। সে কুমিল্লা থেকে বিভিন্ন সময় গাজাসহ অন্যান্য নেশা জাতীয় দ্রব্য নারায়ণগঞ্জ ও আশেপাশের এলাকা গুলোতে পাচার করে আসছে। আসামির বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এইচআর

Link copied!