Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাসহ চারজনকে গুলি করে হত্যা

সাহিদুল ইসলাম ভূঁইয়া

ডিসেম্বর ১২, ২০২৩, ১০:৩৪ এএম


খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাসহ চারজনকে গুলি করে হত্যা

খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাসহ চারজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১১ ডিসেম্বর) রাতে পানছড়ি উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের ফতেহপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা যায়, খাগড়াছড়িতে প্রসীত নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, খাগড়াছড়ি জেলা সহ-সভাপতি লিটন চাকমা, পিসিপির সহ-সভাপতি সুনীল ত্রিপুরা ও ইউপিডিএফের সদস্য রুহিনসা ত্রিপুরাকে হত্যা করা হয়েছে।

ইউপিডিএফের সংগঠক অংগ্য মারমা বলেছেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড। বাড়িতে ঢুকে তাদের হত্যা করা হয়েছে। এ সময় পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় নেতা হরি কমল ত্রিপুরাসহ দুজনকে অপহরণ করা হয়।’

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ও থমথমে পরিস্থিতি দেখা দিয়েছে।

এআরএস

Link copied!