Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নলছিটিতে দেশীয় অস্ত্র উদ্ধার

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

ডিসেম্বর ১২, ২০২৩, ১২:২৯ পিএম


নলছিটিতে দেশীয়  অস্ত্র উদ্ধার

ঝালকাঠির নলছিটিতে অভিযানে চালিয়ে দুটি রামদা ও চাপাতি উদ্ধার করেছে পুলিশ। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (১১ ডিসেম্বর ) দিনগত রাত সাড়ে ১২টার দিকে নলছিটির দপদপিয়া ইউনিয়ন কলেজের দক্ষিণ-পশ্চিম পাশে একটি আমড়া গাছের গোড়া থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী বলেন, গত রাতে অভিযান চালিয়ে দপদপিয়া ইউনিয়ন কলেজ এলাকায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। দেশীয় অস্ত্রের মজুতকারীকে সনাক্তকরণে চেষ্টা চলছে। এ বিষয়ে  আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এআরএস

Link copied!