Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বরিশালে খাওয়ানো হচ্ছে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

ডিসেম্বর ১২, ২০২৩, ১২:৪৯ পিএম


বরিশালে খাওয়ানো হচ্ছে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনে ৬৯ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নগরীর আলেকান্দায় কিশোর মজলিস ক্লাবে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মতিউর রহমানের সভাপতিত্বে মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন উদ্বোধন করেন।

এসময় বিশেষ অতিথি ছিলেন- বরিশালের বিভাগীয় কমিশনার মো. শওকত আলী। এছাড়া সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার, স্থানীয় কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। 

কর্পোরেশনের ২২০ টি এবং জেলায় ২০৯৭টি কেন্দ্রের মাধ্যমে ৬ মাস থেকে ১১ মাসের ৪৩৩১৫ ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের তিন লাখ ৩৩ হাজার ৮৭৯ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। তাছাড়া ভ্রাম্যমাণ জনগোষ্ঠির জন্য বাসষ্টান্ড, লঞ্চঘাট এবং ফেরিঘাটসহ বিভিন্ন পয়েন্টে কেন্দ্র থাকবে।

এআরএস

 

Link copied!