Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

গোসাইরহাটে ইয়াবাসহ আটক ১

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

ডিসেম্বর ১২, ২০২৩, ০৩:৪৯ পিএম


গোসাইরহাটে ইয়াবাসহ আটক ১

মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে গোসাইরহাট থানা পুলিশ। মঙ্গলবার (১২ ডিসেম্বর) শরীয়তপুরের গোসাইরহাট থানা পুলিশ সূত্রে এসব তথ্য জানা যায়।

ইয়াবাসহ আটক সুজন খান (২৫) গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের উত্তর খানপাড়া গ্রামের মৃত আজিজুল হক খানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক নির্মুল করতে অভিযান চলছিল পুলিশের। অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মাদক কারবারিরা ইয়াবা ক্রয়-বিক্রয় করছে। তাৎক্ষণিক গোসাইরহাট থানা পুলিশের উপপরিদর্শক (এস আই) মনিরুজ্জামান, এস আই সোহেল, এস আই তানভীরসহ পুলিশের টিম কোদালপুর ইউনিয়নের উত্তর খানপাড়ায় অভিযান পরিচালনা করে ৫২ পিস ইয়াবাসহ সুজন খানকে আটক করে।

গোসাইরহাট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি)  পুষ্পেন দেবনাথ বলেন, আসামি সুজন খানকে আলামতসহ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

এইচআর

 

Link copied!