Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪,

সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

ডিসেম্বর ১২, ২০২৩, ০৪:২৬ পিএম


সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন মতবিনিময় সভা করেছেন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের লাল শাপলা হল রুমে উপজেলা পর্যায়ে কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। এতে সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন ।

সমাজ সেবা অফিসার রাকিবুল হাসান শুভ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, প্রাণিসম্পদ কর্মকর্তা পুষ্পেন কুমার সিকদার, সদ্য যোগদান কৃত কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আলম, অ্যাডভোকেট (জিপি) দেলোয়ার হোসেন সরদার, কোটালীপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ (কালু), মাজহারুল আলম পান্না, কোটালীপাড়া শেখ লুৎফর রহমান সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কার্তিক চন্দ্র বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা  লুৎফর রহমান শেখ, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম দাড়িয়া, প্রেসক্লাব কোটালীপাড়া সভাপতি মিজানুর রহমান বুলু, সাংবাদিক কামাল হাওলাদার,  ঘাঘর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, যুগান্তর পত্রিকার কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি মেহেদী হাসানাত, বাংলাদেশ প্রেস ক্লাব কোটালীপাড়া উপজেলা শাখার আহ্বায়ক ও গ্লোবাল টেলিভিশন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি আবু নাইম শাহ, সদস্য সচিব ও আমার সংবাদ পত্রিকা প্রতিনিধি আবুল কালাম মৃধা, সময়ের আলো পত্রিকার সমীর রায়, আজকের পত্রিকার জাহিদুল ইসলাম প্রমূখ।

এইচআর

Link copied!