Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

শীতে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা নামলো ১০.৩ ডিগ্রিতে

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

ডিসেম্বর ১৪, ২০২৩, ১১:৩০ এএম


শীতে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা নামলো ১০.৩ ডিগ্রিতে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ এ শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস যা দশমিক ২ ডিগ্রি কমে সকাল ৯ টায় রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তবে আজ সকালেই সূর্যের দেখা মিলেছে।

গত কয়েকদিন থেকে সন্ধ্যার পরেই উত্তরের হিমেল বাতাস সাথে ঘন কুয়াশার দেখা মিলছে এই অঞ্চলে, এতে রাস্তায় চলাচল অনেকটা কঠিন পরছে অনেক স্থানে। অনেকে রাতে এক স্থান থেকে জরুরি প্রয়োজন ছাড়া অন্য স্থানে যাওয়া থেকে বিরত থাকছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানান, আজ বৃহস্পতিবার এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা একদিনে কমেছে ২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এআরএস

Link copied!