Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪,

ফেনীতে চলছে সাদপন্থিদের তিন দিনব্যাপি ইজতেমা

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

ডিসেম্বর ১৪, ২০২৩, ১১:৩৫ এএম


ফেনীতে চলছে সাদপন্থিদের তিন দিনব্যাপি ইজতেমা

ফেনীতে তাবলিগ জামাতের  মাওলানা সাদপন্থিদের জেলা ইজতেমা শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) ফজরের পর থেকে আমবয়ানের মধ্য দিয়ে শহরতলীর রামপুরে শুরু হওয়া এ ইজতেমা চলবে আগামীকাল শুক্রবার পর্যন্ত।

আয়োজকরা জানায়, ইজতেমায় লক্ষাধিক মুসল্লির সমাগমের সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। আগত মুসল্লিদের জন্য ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী তিনদিন পর্যন্ত খাবার ও পানি সরবরাহ করছেন। প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মুসল্লিদের সেবায় ২০০ স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছে।

ফেনী জেলা তাবলীগ জামায়াতের আমির হাফেজ মাওলানা নুর উদ্দিন বলেন, ইজতেমা বাস্তবায়ন কমিটির একটি টিম জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে দেখা করে প্রশাসনিক অনুমতি নিয়েছে।

তিনি আরও বলেন, গত ১৫ দিন ধরে মাঠ প্রস্তুতে নিয়োজিত ছিলেন অন্তত ৫০০ ধর্মপ্রাণ মুসল্লি। ইজতেমায় আগত মুসল্লিদের জন্য পর্যাপ্ত টয়লেট, গোসলখানা ও অজুখানার সুব্যবস্থা করা হয়েছে।

ফেনী মডেল থানার ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, ইজতেমার নিরাপত্তায় পুলিশ সদস্যরা সার্বক্ষণিক মাঠে থাকবে।

এআরএস

Link copied!