Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

ফেনীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

ডিসেম্বর ১৪, ২০২৩, ১১:৫০ এএম


ফেনীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

ফেনীতে পারুল আক্তার (৫০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে জেলার দাগনভূঞা উপজেলার উপজেলা জায়লস্কর ইউনিয়নে উত্তর বারাহীগনি পাটোয়ারী বাড়ীতে এ মর্মান্তিক হত্যাকাণ্ডটি ঘটে।

নিহত পারুল আক্তার ওই বাড়ির প্রবাসী আতাউর রহমানের স্ত্রী ও জায়লস্কর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল মতিন চৌধুরীর ছোট বোন।

আবদুল মতিন চৌধুরী জানান, নিহতের স্বামী ও বড় ছেলে প্রাবাসে থাকেন। তিন সন্তানের মধ্যে ছোট ছেলে ফেনী শহরে গিয়েছিলেন। একমাত্র মেয়েরও বিয়ে হয়ে গেছে। পুত্রবধূ বাপের বাড়িতে বেড়াতে গেছে। বাড়িতে তিনি একাই ছিলেন।

ঘটনার দিন দিবাগত রাত ১০টার পর নিহতের একমাত্র মেয়ে স্বামীর বাড়ি থেকে মাকে বার বার মোবাইলে কল দিয়ে মায়ের সাঁড়া না পেয়ে পিতার বাড়িতে ছুটে এসে ঘরের দরজা খোলা পায় এবং  ভেতরে ঢুকে মায়ের গলায় কাপড় প্যাঁচানো মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় থানায় পুলিশকে বিষয়টি জানায়।

দাগনভূঞা থানার ওসি আবদুল হাসিম হাত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে হাজির হয়েছেন। তবে, রাত সাড়ে ১১টা পর্যন্ত কারা কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানাতে পারেননি।

খবর পেয়ে ফেনীর পুলিশ সুপার মো. জাকির হাসান নিজেও এর কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে ছুটে যান।তিনি বলেন, হত্যাকাণ্ডের বিষয়টি পুলিশ অত্যান্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। একই সাথে খুব শিগগিরই এর ক্লু উদঘাটনে প্রয়োজনীয় সকল প্রদক্ষেপ গ্রহণ করা হবে।

এআরএস

Link copied!