Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নির্বাচনে শান্তি-সম্প্রীতি বজায় রাখার আহ্বান

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

ডিসেম্বর ১৪, ২০২৩, ০৫:১০ পিএম


নির্বাচনে শান্তি-সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মাটিরাঙ্গা ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সেনা জোনের উদ্যাগে মাসিক নিরাপত্তা সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা জোন সদরের সম্মেলন কক্ষে নিরাপত্তা সম্মেলন ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্ণেল মো.কামরুল হাসান, পিএসসি।

অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলন ও মতবিনিময় সভায় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন, পিএসসি, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক, মাটিরাঙ্গা উপজেলা রেঞ্জ কর্মকর্তা আতাউর রহমান মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র নাথ, গুইমারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম,মাটিরাঙ্গা পৌর কাউন্সিলর মো.আলা উদ্দিন লিটন, মাটিরাঙ্গা উপজেলা কৃষি বিভাগের উপ-সহকারি কৃষি অফিসার মো.আমির হোসেন, মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. হারুন, হেডম্যান-কার্বারী মাটিরাঙ্গা পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর, নির্বাচিত জনপ্রতিনিধি, গনমাধ্যমকর্মী ও সামরিক-বেসামরিক বিভিন্ন পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্ণেল মো.কামরুল হাসান পিএসসি বলেন, ৭ জানুয়ারী নির্বাচনকে সামনে রেখে মাটিরাঙ্গাতে যেন কোনো ধরনের নাশকতা না হয়, শান্তি সম্প্রীতি বজায় থাকে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। পাহাড়ে বসবাসরত সবাইকে মিলেমিশে থাকার আহ্বান জানিয়ে মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্ণেল মো. কামরুল হাসান পিএসসি আরও বলেন, একে অপরের প্রতি সহমর্মিতা দেখাতে হবে তাহলেই শান্তি সম্প্রীতি বজায় থাকবে।

এইচআর 

Link copied!