Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পুলিশের অভিযানে মাদক ও সিএনজিসহ গ্রেপ্তার ১

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

ডিসেম্বর ১৪, ২০২৩, ০৫:৫৮ পিএম


পুলিশের অভিযানে মাদক ও সিএনজিসহ গ্রেপ্তার ১

কক্সবাজারের টেকনাফে ইয়াবা, বিদেশীমদ ও বিয়ারসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে টেকনাফ মডেল থানার পুলিশ। আটক মাদক কারবারি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন পুরান পাড়ার এলাকার সালামত উল্লাহ পুত্র মো. শাকের(৪৩)।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর ) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার একদল পুলিশ টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মগপাড়ার পশ্চিম পার্শ্বে  কাচা রাস্তার উপরে দীর্ঘ ৩ ঘন্টা সাঁড়াশি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ওসমান গণি জানান, আটক মাদক কারবারির ব্যবহৃত গাড়ি থেকে ১৩৬ বোতল বিদেশী মদ, ১০ হাজার ইয়াবা, ৫৭৬ ক্যান বিয়ার ও ১টি পুরাতন সিএনজি গাড়িসহ তাকে আটক করা হয়। যার মূল্য আনুমানিক  ৫০ লাখ টাকা।

তিনি আরও জানান, মাদক কারবারীদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু হয়েছে, মাদক কারবারি চক্রদের অপরাপর পলাতক সদস্যদেরকে গ্রেপ্তারের সাঁড়াশি অভিযান অব্যাহত আছে।

এইচআর
 

Link copied!