Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

দক্ষিণ আইচায় উপকারভোগীদের মধ্যে বনবিভাগের চেক বিতরণ

দক্ষিণ আইচা (ভোলা) প্রতিনিধি

দক্ষিণ আইচা (ভোলা) প্রতিনিধি

ডিসেম্বর ১৪, ২০২৩, ০৬:৪৪ পিএম


দক্ষিণ আইচায় উপকারভোগীদের মধ্যে বনবিভাগের চেক বিতরণ

চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার জীবিকা উন্নয়ন তহবিল (এলডিএফ) এর ৬৭ জন উপকারভোগীদের মধ্যে চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলার নজরুল নগর ইউনিয়ন রুদ্রের বাজার বনবিভাগের সুফল সমিতির ঘরে এসব চেক বিতরণ করা হয়।

জানা যায়, বনের পাশে বসবাসকারী ভূমিহীন ও গরীব দুস্ত সুবিধাভোগী ৬৭ জন নারী-পুরুষের মাঝে প্রতিজনকে ১৬ হাজার ৮০০ টাকা করে মোট ১১ লাখ ২৫ হাজার ৬০০ টাকার চেক হস্তান্তর করা হয়েছে বিন বিভাগ।

চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলার চরমানিকা বনবিট কর্মকর্তা আবুল কাশেম প্রধান অতিথির বক্তব্যে বলেন, বনের যাতে ক্ষতি না হয়,সেই জন্য বিশ্বব্যংকের অর্থায়নে টেকসই বন ও জীবিকা প্রকল্পের আওতায় সহযোগিতামূলক দরিদ্র জনগোষ্ঠীদের স্বাবলম্বী করার লক্ষ্যে ৬৭ জন উপকারভোগীদের মাঝে ১১ লাখ ২৫ হাজার ৬০০ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। এর ফলে বনের উপর নির্ভরশীল মানুষের কর্মসংস্থান হবে, মানুষ আর্থিকভাবে স্বাবলম্বী হবে।

চেক বিতরণ অনুষ্ঠানে আবুবকর ছিদ্দিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সুফল প্রকল্পের প্রশিকা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, ও উপকারভোগীরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এসব চেকগুলো পেয়ে উপকাভোগীরা খুব আনন্দিত এবং চরমানিকা বনবিট কর্মকর্তা আবুল কাশেমকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এইচআর
 

Link copied!