Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

খাগড়াছড়িতে গাঁজাসহ গ্রেপ্তার ১

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

ডিসেম্বর ১৫, ২০২৩, ১২:১১ পিএম


খাগড়াছড়িতে গাঁজাসহ গ্রেপ্তার ১

খাগড়াছড়ি পাবলাখালী এলাকা থেকে ৫ কেজি গাঁজাসহ সুনীল কান্তি দেওয়ান নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে  দীঘিনালা থানা পুলিশ।

বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কবাখালী ইউনিয়নের পাবলাখালী শান্তিপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

সংশ্লিষ্ট থানা পুলিশ জানায়, দীঘিনালা  থানাধীন  কবাখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পাবলাখালী শান্তিপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন দীঘিনালা-বাবুছড়া গামী শান্তিপুর রাস্তার মোড় থেকে গত ১৩ ডিসেম্বর  সন্ধ্যায় ৫কেজি গাঁজা নিজ হেফাজতে রাখার অপরাধে আসামি সুনীল কান্তি দেওয়ানকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি সুনীল কান্তি দেওয়ান দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের শান্তিপুর ৯নং ওয়ার্ডের মৃত রামেন্দ্র লাল দেওয়ানের ছেলে।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল হক জানান, আসামির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। আসামীকে আদালতে সোর্পদ করা হবে।

এআরএস

Link copied!