Amar Sangbad
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫,

হাটহাজারীতে অস্ত্র-কার্তুজসহ যুবক গ্রেপ্তার

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

ডিসেম্বর ১৭, ২০২৩, ১০:৫৪ এএম


হাটহাজারীতে অস্ত্র-কার্তুজসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে মোহাম্মদ আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক যুবককে দেশীয় তৈরি একটি এলজি ও একটি কার্তুজসহ গ্রেপ্তার করেছে মডেল থানার পুলিশ।

শনিবার (১৬ ডিসেম্বর) ভোররাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মনছুরাবাদ কলোনি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার এস আই মোহাম্মদ ইমাম হোসেন তার সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তারকৃত আব্দুর রাজ্জাক ওই এলাকার জলিল সর্দার বাড়ীর মৃত মোহাম্মদ আলতাফ হোসেনের পুত্র।

বিষয়টি নিশ্চিত করে মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান আমার সংবাদকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরী এলজি ও একটি নীল রংয়ের কার্তুজসহ আব্দুর রাজ্জাক নামে ওই ব্যক্তিকে তার শয়নকক্ষ থেকে ভোররাত পৌনে ৪টার দিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় মডেল থানায় একটি মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

এআরএস

Link copied!