Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

চা বাগান এলাকায় ডাকাতির ঘটনায় আটককৃত ৯ ডাকাত কারাগারে

মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধি

মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধি

ডিসেম্বর ১৮, ২০২৩, ১১:৩৩ এএম


চা বাগান এলাকায় ডাকাতির ঘটনায় আটককৃত ৯ ডাকাত কারাগারে

জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান এলাকায় ডাকাতির ঘটনায় গ্রেপ্তারকৃত ৯ ডাকাতকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

রোববার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। তাদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছেন মাধবপুর থানার ওসি রাকিবুল ইসলাম খান।

পুলিশ জানায়, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাধবপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে ডাকাতির সময় ব্যবহৃত সামগ্রীসহ স্বপন মিয়া (২১), শাব্বাশ মিয়া (২০), মো. রমজান (৩২), রুবেল মিয়া (২৫), শামিম হোসেন ইমরান (২১) ও কামাল মিয়াকে (২৭) গ্রেপ্তার করা হয়।

এছাড়া ব্রাক্ষ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চানপুর গ্রামের এমদাদুল হক মিলন ওরফে রিপন মিয়া (৩৮)ও তার দুই সহযোগী একই গ্রামের নাজমুল হক (৩১) এবং হৃদয় মিয়াকে (২৮)  ৮টি মোবাইল ফোনসহ গ্রেপ্তার করে র‌্যাব-৯।  

গত ১২ ডিসেম্বর রাতে সুরমা চা বাগানের মঈন টিলার তেলিয়াপাড়া চা বাগানের পতিত ঘরের সামনে পাকা রাস্তার উপর গাছ ফেলে চলন্ত গাড়ির গতিরোধ করে যাত্রী ও ড্রাইভারদের হাত বেঁধে মূল্যবান জিনিসপত্রসহ নগদ টাকা লুট করে নিয়ে গিয়েছিল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ১৫/১৬ জনের ডাকাত দলের সক্রিয় সদস্যরা।

এইচআর

Link copied!