কুমিল্লা প্রতিনিধি
ডিসেম্বর ১৮, ২০২৩, ০৬:৪১ পিএম
কুমিল্লা প্রতিনিধি
ডিসেম্বর ১৮, ২০২৩, ০৬:৪১ পিএম
কুমিল্লায় চোরাই ওষুধসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার। কুমিল্লা নগরীর ঝাউতলা থেকে সাটার ভেঙে একটি ফার্মেসির ওষুধ চুরি করে নিয়ে যায় চোরের দল। চোরাই ওষুধসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৮ ডিসেম্বর) পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার আব্দুল মান্নান এসব তথ্য জানান।
ওষুধের দোকানে চুরি করতে তারা পিকআপ ভ্যান নিয়ে যায়। এর আগেও ৫টি ওষুধের দোকানে তারা চুরি করে। এই প্রথম তারা ধরা পড়ে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার কুতুবপুর এলাকার মাসুম রেজা, সানারপাড় এলাকার সামাদ, একই এলাকার সানি ও সানা উল্ল্যাহ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, কামরান হোসেন, কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।
পুলিশ সুপার জানান, গেল ১০ ডিসেম্বর চুরির ঘটনা ঘটে। সিসি ফুটেজে দেখা যায় নগরীর ঝাউতলায় একটি ওষুধের দোকানে পিকআপ ভ্যান দাঁড় করিয়ে রাখে, তালা ভেঙে প্রবেশ করে মালামাল চুরি করে তারা।
এ ঘটনায় দোকানের মালিক খাঁন ফার্মেসির স্বত্বাধিকারী রাসেল আহমেদ কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। রোববার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এইচআর